199th birth anniversary of F.M. Dostoevsky celebrated at RCSC in Dhaka
Dhaka November 11, 2020:
The Russian Center for Science and Culture (RCSC) in Dhaka hosted an online literary event dedicated to the 199th anniversary of the birth of F.M. Dostoevsky.
The meeting was attended by students of Russian language courses. During the video presentation, the teacher Yasmin Sultana spoke about the life and literary activities of a Russian writer, philosopher and publicist, and a former professor of the History department of Jahangirnagar University Mr. Taibul Hasan Khan supplemented her story with comments in Bengali.
The participants noted that F.M. Dostoevsky is one of the most famous literary figures in the world, thanks in part to his works such as «Crime and Punishment» and «The Idiot».
Youtube link: https://youtu.be/4ikWUzvodA8
আরসিএসসি ফিয়োদর দস্তয়েভস্কির ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইন সাহিত্য অনুষ্ঠানের আয়োজন
ঢাকা, ১১ ই নভেম্বর, ২০২০:
ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (আরসিএসসি) ফিয়োদর দস্তয়েভস্কির ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনলাইন সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভিডিও উপস্থাপনার মাধ্যমে আরসিএসসির রুশ ভাষা কোর্সের শিক্ষক ইয়াসমীন সুলতানা রুশ ভাষায় একজন রুশ লেখক, দার্শনিক এবং প্রচারক ফিয়োদর দস্তয়েভস্কির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন এবং তা বাংলা ভাষায় অনুবাদ করেন তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব তাইবুল হাসান খান।
অংশগ্রহণকারীরা উল্লেখ করে বলেন বিশ্বের অন্যতম বিখ্যাত সাহিত্যিক ফিয়োদর দস্তয়েভস্কি খুব পরিচিত একজন সাহিত্যিক তার উল্লেখযোগ্য ক্রাইম এন্ড পানিশমেন্ট, দ্যা ইডিয়ট সহ অন্যান্য সাহিত্যকর্মের জন্য। তারা সাহিত্য এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
ইউটিউব লিঙ্ক : https://youtu.be/4ikWUzvodA8