রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় আরো ২১ সেনাসদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে।
অঅজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে জানায়, সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি তিনটন ট্রাক সাভার থেকে জাজিরা রওনা দেয়। পথে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এলে উল্টো পথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনায় পরে। দুর্ঘটনায় প্রিন্স নামের এক সেনাসদস্য নিহত হন। আহত ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।