বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফরকালে যথাক্রমেঃ-
১) যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু পেন্টাগন পরিদর্শন করেন।
২) পেন্টাগনে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান MC CONVELE এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক।
৩)সামরিক ঘাঁটি কোর্ট বেনিন পরিদর্শন।
৪) কোর্ট বেনিনের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন।
৫)কোর্ট বেনিনে দুদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উর্ধতন কর্মকর্তাদের সাক্ষাৎ।
৬) Joint readiness training centre পরিদর্শন।
৭)JRTC এর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।
৮)যুক্তরাষ্ট্রের পেন্টাগন ইমার্জেন্সি সিকিউরিটি কমান্ড হেডকোয়ার্টারস পরিদর্শন।
৯) যুক্তরাষ্ট্রের National war cemetery পরিদর্শন।
১০) বিভিন্ন সামরিক সরন্জাম পরিদর্শন।
১১) যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সাথে নৈশভোজে অংশগ্রহণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানকে ক্রেস্ট তুলে দেন।