সেনটমার্টিনে পরিবেশ অধিদপ্তরের জলতল রক্ষায় অভিযান
ঢাকা, ২৯ জানুয়ারি ২০২১:
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইসাবেলা ফাউন্ডেশনের তত্তাবধানে সেন্টমার্টিন দ্বীপের জীব বৈচিত্র রক্ষায় কাজ করছে ওসানিক স্কুবা দল।
২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে পানির নিচের বর্জ্য সংগ্রহের কাজ। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।
নৌ বাহিনির অভিজ্ঞ ডুবুরি এস এম আতিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের ডুবুরি দল সেন্টমার্টিন দ্বীপের জলতল রক্ষায় অভিযান পরিচালনা করছেন।
জলতলে মিলছে নানা রকম অপচনশিল বর্জ্য। যা জলতলের জীব বৈচিত্র, পরিবেশ নষ্ট করছে।
স্থানীয় দুর্বল বর্জ্য ব্যাবস্থাপনা, অবকাঠামো, অসচেতনতা এবং উদাসিনতার ফলে সাগরে দুষন বাড়ছে।
অপচনশিল বোতল, চিপসের প্যাকেট, টায়ার, পলিথিন, ছেড়া জাল পানির নিচে জমা হয়। এ সকল অপচনশিল বর্জ্য নিচের পরিবেশ দুষিত করার পাশাপাশি জীব বৈচিত্র নষ্ট করছে বলে জানান আতিকুর রহমান।
সেন্টমার্টিন দ্বীপের পর্যটন আর্কষণের ফলে প্রচুর পর্যটক সমাগম হয়। পর্যটক ও স্থানীয় কেউই সচেতন নন বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ে।
তাদের কে আরও সচেতন হবার আহ¦বান জানিয়ে তিনি বলেন সবাই একসাথে সচেতন হয়ে জলতলের জীব বৈচিত্র বাচাতে কাজ করা জরুরী।
পাশাপাশি, সেন্টমার্টিন দ্বীপের জীব বৈচিত্র রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম আরো নিয়মিত করার তাগিদ দেন তিনি।