মুক্ত স্বদেশ ডেস্ক:
নাটোরের লালপুরে ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় কৃষককে নির্যাতনকারী চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় পাবনা ঈশ্বদী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অপর ২ জন হলেন- ওই ইউনিয়নের মেম্বার রেজা ও গ্রাম পুলিশ রুবেল।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তাদের পাবনা জেলার ঈশ্বরদী থেকে লালপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বিকেলে তাদের আলাদতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
গত এপ্রিল ৩৩৩ এ ফোন দেন লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম। এসময় তিনি করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া তিনিসহ ঐ গ্রামের গ্রামের দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তা চান এর প্রেক্ষিতে লালপরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জনপুর –বরমহাটী (এ-বি) ইউপি চেয়ারম্যানকে খাদ্য সহায়তার নির্দেশ দেন।
এই ঘটনায় ১২ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই কৃষককে ইউপি কার্যালয়ের ডেকে নিয়ে নির্যাতন করেন। ১৫ এপ্রিল দুপুরে কৃষক শহিদুল ইসলাম লালপুর থানায় চেয়ারম্যানসহ ৩ জনকে অভিযুক্ত মামলা করেন।
মারপিটের ২দিন পর ১৪ এপ্রিল কৃষক শহিদুল ইসলামের ছবি এডিট করে রক্তাক্ত ছবি ফেসবুকে ভাইরাল করা হয়। ছবি ভাইরালের বিষয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ছবিটি অতিরঞ্জিত করে ভাইরালের বিষয়টি সাইবার টিম কাজ করছে।
পুলিশ সুপার বলেন, ছবিটি লালমনিরহাট থেকে ভাইরাল করা হয় বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।