সীমান্তে বিজিবি সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিজিবি মহাপরিচালকের টেকনাফ সফর
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২১:
সীমান্তে বিজিবি সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিজিবি মহাপরিচালকের টেকনাফ সফর।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে ০৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ কক্সবাজার রিজিয়নের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর শাহপরীরদ্বীপ বিওপি ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন।
দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের বিজিবি সৈনিকদের মনোবল চাঙ্গা করতে বাহিনীর মহাপরিচালক এই অঞ্চল সফর করেন। যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র সামগ্রিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন মহাপরিচালক। এসময় বিজিবি মহাপরিচালক নিজে সদ্য সংযোজিত নতুন হাই স্পিড বোট চালিয়ে নাফ নদী সংলগ্ন আন্তর্জাতিক সীমানা টহল দেন।