সিলেট কেন্দ্রীয় কারাগারে অভিযান পরিচালনা করেছে দুদক
ঢাকা, ১৫ পৌষ (৩০ ডিসেম্বর) :
নানাবিধ অনিয়মের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত টিম আজ (৩০-১২-২০২০ খ্রি:) এ অভিযান পরিচালনা করে। সরেজমিন অভিযানে দুদক টিম খাবারের মানের বিষয়ে বন্দীদের সাথে কথা বলে। বন্দীদের নিকট হতে প্রাপ্ত তথ্য এবং প্রাথমিক পর্যবেক্ষণে নিম্নমানের এবং প্রাপ্যতার তুলনায় কম পরিমাণে খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। একই টিম উল্লিখিত কারাগারে বন্দীদের সাথে স্বজনদের দেখা করানোর ক্ষেত্রে টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখে।
টাঙ্গাইলে পৌর মেয়রের বাসভবন ভেঙ্গে মার্কেট নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলা কার্যালয় হতে আজ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় মেয়রের ভবন ভেঙ্গে মার্কেট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে মর্মে জানা যায়। এ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি-না তা যাচাইয়ে নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করে অভিযান পরিচালনাকারী টিম। তথ্যাবলি প্রাপ্তি ও যাচাইসাপেক্ষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪টি দপ্তরে এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৬টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান, ৪ দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।