মুক্ত স্বদেশ ডেস্ক :
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে অসীম নামে একজন হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার চৌগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত অসীম মাগুরা জেলার আব্দুস সামাদের ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ওসি নুরে আলম বলেন, লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।