রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের একাদশ (২০২১ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত তিনটি বিলে আজ (২৫-০১-২০২১) তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বিলগুলো হলো : Intermediate and Secondary Education (Amendment) Bill, 2021; বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।