রাজশাহী পূবালী ব্যাংক প্রিন্সিপ্যাল অফিসারের দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদন্ড
ঢাকা, ২১ জনুয়ারি ২০২১:
আসামি: মোঃ মাসুদ রানা (পলাতক) প্রিন্সিপ্যাল অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা, রাজশাহী (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত), পিতা-হাজী আলী আক্কাস, বর্তমান ঠিকানা: বাসা নং ২৪, আলাইপুর, ধোপাপাড়া, নাটোর। স্থায়ী ঠিকানা: গ্রাম- ব্রহ্মপুর, থানা- নলডাঙ্গারহাট, উপজেলা-নলডাঙ্গা, জেলা- নাটোর, অর্থ আত্মসাৎ করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিভাগীয় স্পেশাল জজ, রাজশাহী বিভাগ, রাজশাহী কর্তৃক প্রদত্ত রায়ে নিম্নোক্ত আসামিকে দন্ডবিধির ৪০৯ ধারায় ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ (এক) মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আসামি কর্তৃক প্রতারণা ও জালিয়াতর আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে চেকের মূল মালিককে অবহিত না করে চেকের পিছনে মিথ্যা তথ্যাদি লিপিবদ্ধ করে অনলাইনের মাধ্যমে ৮,৭০,০০০/- (আটলক্ষ সত্তর হাজার) টাকা জনৈক আশরাফুল নামক বাহককে প্রদান দেখিয়ে আত্মসাৎ করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ১৮/০১/২০২১ খ্রি: তারিখে জনাব মোসাম্মৎ ইসমত আরা, বিজ্ঞ বিভাগীয় স্পেশাল জজ, রাজশাহী বিভাগ, রাজশাহী কর্তৃক প্রদত্ত রায়ে আসামিকে দন্ডবিধির ৪০৯ ধারায় ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ (এক) মাসের কারাদন্ড প্রদান করা হয়। মামলাটি তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক জনাব আব্দুস ছাত্তার সরকার গত ১১/০৯/২০১৪ খ্রি: তারিখে অভিযোগপত্র নং ৩৩০ দাখিল করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (দুদক) বজলে তৌহিদ আল হাসান বাবলা।