রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের
চট্টগ্রাম, ৫ এপ্রিল, ২০২১ঃ
মজুদদারীর মানসিকতা ত্যাগ করে সমাজ ও পবিত্র রমজানকে প্রাধান্য দিয়ে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
তিনি আজ ৫ এপ্রিল সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে অংশীজনের ভূমিকা -শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে যুক্ত ছিলন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নিত্যপণ্যের দাম সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার। সে লক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টিসিবির পণ্য বিক্রয়ের শিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগের সাথে ব্যবসায়ীদের ও সততা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী। পবিত্র রমজান মাসে সংযম প্রদর্শনের ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
সেমিনারে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. জাফর উদ্দিন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এসডিসি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো: আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ, চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, এফবিসিসিআই’র পরিচালক মো: মুনির হোসাইন, প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক মো: আনোয়ার-উল হালিম, জিএম সালেহ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আবু নোমান, বিএফইউেজ’র যুগ্ম সম্পাদক সাংবাদিক মহসীন কাজী, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল বাশার চৌধুরী, ব্যবসায়ী নেতা এস এম নিজাম উদ্দিনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। সে লক্ষে চট্টগ্রামে প্রথম এ সেমিনার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা কমিশন দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ব্যবসা ও ভোক্তা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়। মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত বলে উল্লেখ করেন বিভাগীয় কমিশনার।