যমুনা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার অর্থ আত্মসাত মামলার রায়
ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :
অর্থ আত্মসাত করার অপরাধে দায়েরকৃত মামলার রায়ে, আসামিদেরকে (যমুনা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা) পেনাল কোডের ৪০৯ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১ কোটি ৬০ লক্ষ টাকা করে অর্থদন্ড, পেনাল কোডের ৪২০ ধারায় প্রত্যেককে ৫ সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং পেনাল কোডের ৪৬৮ ধারায় প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, সকল ধারার সাজা একত্রে চলবে। অর্থদন্ডের (১ কোটি ৬০ লক্ষ+১ কোটি ৬০ লক্ষ)= ৩ কোটি ২০ লক্ষ টাকা বাদী যমুনা ব্যাংক লিঃ পাবে এবং অর্থদন্ডের (১০ হাজার+ ১০ হাজার)=২০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা হবে।
আসামিঃ
(১) মোঃ আবরার হোসেন খান (পলাতক) প্রাক্তন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার, যমুনা ব্যাংক লি. রাজশাহী শাখা, রাজশাহী (বর্তমানে চাকুরীচ্যুত), পিতা- মৃত. আব্দুল আজিজ খান, সাং- কুল্লাপাড়া, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ
(২) মোঃ মাজহারুল ইসলাম (পলাতক), এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ, যমুনা ব্যাংক লিঃ, রাজশাহী শাখা, রাজশাহী (বর্তমানে চাকুরীচ্যুত)
আসামিদ্বয় কর্তৃক পরস্পর যোগসাজশ, প্রতারণা, জালিয়াতি ও স্বাক্ষর জাল করে যমুনা ব্যাংকের ৩,১৬,৯০,০০০/- (তিন কোটি ষোল লক্ষ নব্বই হাজার) টাকা আত্মসাত করার অপরাধে দন্ডবিধি ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় বোয়ালিয়া (আরএমপি) থানা মামলা নং- ৪৮, তারিখ- ২২/০৮/২০১৩ খ্রি. হতে উদ্ভূত বিশেষ মামলা নং ২২/১৭ (রাজ.মেট্রো) দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) জনাব শেখ ফাইয়াজ আলম, অভিযোগপত্র নং ৩৪৫, তারিখ- ১৭/০৬/২০১৭ খ্রি. বিজ্ঞ আদালতে দাখিল করেন।
মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার শেষে জনাব মোসাম্মৎ ইসমত আরা, বিজ্ঞ বিভাগীয় স্পেশাল জজ, রাজশাহী কর্তৃক গত ১০/১২/২০২০ খ্রি: তারিখে রায় প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে উক্ত মামলাটি পরিচালনা করেন দুদকের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এডভোকেট বজলে তৌহিদ আল-হাসান বাবলা।