মহিউদ্দিন রানা, ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২৪ বস্তা চালসহ এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘোষপালা গ্রাম থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক মজিবুর রহমান একই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি চণ্ডীপাশা নতুন বাজার মোড়ের চাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, ঘোষপালা আমলিতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার একই গ্রামের আবুল হাসেমের ছেলে আব্দুল কাইয়ুম। তার কাছ থেকে অবৈধভাবে ২৪ বস্তা চাল কেনেন মজিবুর। সেখান থেকে চালগুলো আনতে গিয়ে ধরা পড়েন তিনি। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।
নান্দাইলের ইউএনও আব্দুর রহিম সুজন জানান, চালগুলো উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।