ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আট কেজি গাঁজা ও ২০৫ টি ইয়াবাসহ জসিম নামের এক যুবককে আটক করা হয়।
উপজেলার শাহবাজপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে নাজির মিয়ার ছেলে। আজ বুধবার (১৫ এপ্রিল) তাকে গাঁজা ও ২০৫ টি ইয়াবাসহ আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, দুপুরে জেলা সদরের ঘাটুরা এলাকার মেসার্স জিল্লুর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ময়দার বস্তা তল্লাসী করে ৮ কেজি গাঁজা ও ২০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সুব্রত সরকার বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সুযোগ নিয়ে কেউ যাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক চোরাচালান করতে না পারে, সে ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সজাগ দৃষ্টি রাখছে। জসিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় মামলা হয়েছে।