মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরীর মাহিয়ার করোনা সনাক্ত হয়নি। গতকাল শুক্রবার রাতে সিলেট থেকে আসা রিপোর্টের ফলাফল নেগেটিভ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনার উপসর্গ, জ্বর, কাশি নিয়ে মাহিয়া উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামে মৃত্যু বরণ করে। এর পর এলাকায় করোনা আতঙ্ক দেখা দেয়। প্রশাসন কিশোরীর বাড়ির লোকজনকে কোয়ারোন্টন করে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন জানান, বুধবার স্বাস্হ্য বিভাগের লোকেরা ওই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাত ৮টার দিকে রিপোর্ট আসে দেখা যায় ওই মাহিয়ার মাঝে করোনার করোনা সনাক্ত হয়নি রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। গত ৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ২৯ জন সন্দেহভাজনকে করোনা টেষ্ট করানো হয়েছে। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, মাহিয়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট নেগেটিভ আসায় স্হানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।