মো. মিরাজ খান,বরগুনা।
বরগুনায় মাই টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫০ অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাই টিভির বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম স্বপন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) বেলা ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজার সড়ক এলাকায় ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাউল, ডাল,আলু ইত্যাদি ভিতরণ করা হয় তারপর বাড়ি বাড়ি গিয়েও খাবার পৌছে দিয়েছেন বরগুনা প্রতিনিধি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন,উপ পুলিশ পরিদর্শক এস আই জাকির, ইউপি সদস্য কুটি শিকদার বাচ্চু, ইলিয়াচ, বজলু,সাংবাদিক সোহরাব হোসেন,এএস আই আকবর হোসেন প্রমুখ।
এসময় মাই টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম স্বপন বলেন, প্রতি বছর আমরা কেক কেটে মাই টিভির জন্মদিন পালন করে থাকি। কিন্তু এবছর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী স্যার আমাদর বলেছেন যে আপনারা কেক না কেটে আপনার এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাবার ভিতরণ করেন তাতেই আমি খুসি হবো।