করোনার এই ক্রান্তিকালে রাজধানীর মোহাম্মদপুরের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা বিশেষ প্রণোদনা পাবেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘোষণা দিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব মকবুল হোসেন।
মকবুল হোসেন বলেন, বিশেষ প্রণোদনা ছাড়াও কলেজের কোনও শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি করোনায় আক্রান্ত হন তাদের চিকিৎসার সব খরচ কলেজ ফান্ড থেকে প্রদান করা হবে।
কলেজ অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, করোনার এই ক্রান্তিকালে মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজটি অনলাইনে পাঠদান চালিয়ে যাচ্ছে। সব সময় শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়া হচ্ছে। করোনায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আলহাজ্ব মকবুল হোসেনের মালিকানাধীন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক গ্রুপ বীমার প্রদেয় অর্থের সাথে কলেজ ফান্ড থেকেও দুই লাখ টাকা দেয়া হবে৷
প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেন
কলেজের প্রভাষক সুমন সাইয়েদ বলেন, কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেন একজন শিক্ষাণুরাগী এবং সমাজ সেবক। ছাত্রদের বিপদে তিনি সবসময় এগিয়ে এসেছেন। প্রতিষ্ঠাতা মহোদয়ের এই আন্তরিকতা দেখে ছাত্র-শিক্ষক সবাই সন্তষ্ট।
জানা যায়, সঙ্কটময় পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে শিক্ষকদের সার্বিক সহযোগিতা করার জন্য অধ্যক্ষের নেতৃত্বে ৬ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করেছেন কলেজের সভাপতি। আর স্ব স্ব বিভাগের শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়া ও প্রয়োজনে আক্রান্ত ছাত্র-ছাত্রীদের কলেজ থেকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করার জন্য বিভাগীয় প্রধানদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। অনলাইনে ক্লাস পর্যবেক্ষণের জন্য একাডেমিক কমিটির তিনজন আহ্বায়ককে নির্দেশ দেয়া হয়েছে।