ভূমি তথ্য সেবায় যেকোনো তথ্য প্রাপ্তির অনুরোধ করে ইমেইল করা যাবে
ঢাকা, ১ এপ্রিল ২০২১ :
info@minland.gov.bd ইমেইল ঠিকানায় এখন থেকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত তথ্য অধিকার আইন ২০০৯ অুনযায়ী যেকোনো তথ্য প্রাপ্তির অনুরোধ করে ইমেইল করা যাবে। তথ্য প্রাপ্তির অনুরোধের পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইন অনুসারে তথ্য সরবরাহ করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এছাড়া, ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান, ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে ভূমিসেবা হটলাইন ১৬১২২-এ ফোন করার পাশাপাশি info@minland.gov.bd -এ ইমেইল করা যাবে। info@minland.gov.bd ইমেইল ব্যবস্থাপনার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।