বাণিজ্যমন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক
দ্রুত পিটিএ সুবিধা গ্রহণে একমত প্রকাশ
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২১:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগকে কাজে লাগানোর জন্য উভয়দেশ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর করেছে। যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পিটিএ এর সুবিধা কাজে লাগাতে হবে।
মন্ত্রী আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল (Rinchen Kuentsyl)-এর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, বাংলাদেশ ভুটান থেকে নির্মাণ সামগ্রী আমদানি করে থাকে। ভুটানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, প্লাইউড, মিনারেল ওয়াটার, জুস, ঔষধ, শুকনা খাবারসহ অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি পরিবহণ চালু হলে উভয় দেশ বাণিজ্যিকভাবে উপকৃত হবে।
ভুটানের রাষ্ট্রদূত বলেন, স্বাক্ষরিত পিটিএ এর সুবিধা গ্রহণের জন্য ভুটান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি এ সময় বাণিজ্য সহজ ও দ্রুত করতে বাংলাদেশের বুড়িমারি, বাংলাবান্ধা, সোনাহাট এবং আখাউড়া স্থল বন্দরের সক্ষমতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি পণ্য আমদানি-রপ্তানিতে তৃতীয় কোনো পক্ষের সহযোগিতা ছাড়াই সরাসরি বাণিজ্য করার ওপর গুরুত্বারোপ করেন। ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, ভুটান বাংলাদেশের চাহিদা মোতাবেক পাথর সরবরাহ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ থেকে রাসায়নিক সার আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মোঃ হাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।