মুক্ত স্বদেশ ডেস্ক :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউপির হুলাশুযোদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম একই এলাকার মো. আসর উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে শহিদুল ইসলাম মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবুল কাশেম মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. জহিরুল ইসলাম।