বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা: সুরক্ষা সেবা বিভাগের দশম স্থান অর্জন
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২১ :
বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা: ৫২টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ দশম স্থান অর্জন করেছে।
২০১৯-২০ অর্থবছরে মন্ত্রণালয়/বিভাগের বার্ষিক উদ্ভাবন কর্ম-পরিকল্পনার সার্বিক মূল্যায়নে (১০০ নম্বরের
ভিত্তিতে) ৫২টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ ৮৬.২৪ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে।
সরকারি প্রতিষ্ঠানের উত্তাবন কার্যক্রমকে সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক, প্রাতিষ্ঠানিকীকরণ এবং দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ২০১৫ সাল হতে বার্ষিক উদ্ভাবন কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল।
বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। এই উন্নয়ন রূপকল্প উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করা হলে সুশাসন ও জবাবদিহিতাসহ টেকসই উন্নয়নের পথ সুগম হবে।
মন্ত্রণালয়/বিভাগসমূহের উদ্ভাবন কার্যক্রম সরকারের গৃহীত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখে।
এ অর্জনে বিভাগের সকল সহকর্মীকে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন উন্নয়ন অর্জনের পথকে আরো সুদৃঢ় করবে।