বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৮ দফা দাবী
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২১:
বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপিত উন্নীত বেতনক্রম বাস্তবায়নের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী অনুমােদিত গেজেটেড বেতনক্রম বাস্তবায়ন জাতীয় কমিটি “বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি”।
শনিবার, ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তাদের দাবী তুলে ধরেন।
৮ দফা দাবী গুলো হলো:
১.অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে।
২. জি.ও. প্রকাশের তারিখ হতে প্রাপ্ত এরিয়া সহ বকেয়া বেতন ভাতা প্রদান করতে হবে ।
৩. কানুনগাে পদে ৫০% শুন্য পদ ইউঃ ভূমি সহকারী কর্মকর্তাদের মধ্য হতে দ্রুত পদোন্নতী ও পদায়ন করতে হবে।
৪. ভূমি আপিল বাের্ড ও ভূমি সংস্কার বাের্ড একীভূত করতে হবে।
৫. ভূমি ব্যবস্থাপনা, ভূমি হস্তান্তর ও ভূমি জরিপ একই মন্ত্রণালয়ে
একীভূত করতে হবে।
৬. সকল ইউঃ ভূমি অফিসে জরুরী ভিত্তিতে ই-নামজারী সহ দ্রুত কাংখিত সেবা প্রদানের জন্য কম্পিউটার কাম-সহকারী নিয়ােগ করতে হবে।
৭. ভূমি ব্যবস্থাপনায় ল্যান্ড ক্যাডার চালুর উদ্যোগ নিতে হবে।
৮. ভূমি ভবন ও ভূমি ব্যাংক চালু করতে হবে।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, সহকারী কর্মকর্তা পদে নিয়োগ প্রাপ্ত হয়ে কোন এক অদৃশ্য কারণে ভূমি মন্ত্রণালয় হতে গত ২৫/০৭/২০১৩ খ্রিঃ তারিখে এক নির্বাহী আদেশে উন্নীত বেতন স্কেল প্রদানের আদেশ স্থগিত করা হয়।
কেড়ে নেওয়ার মত দুঃসহ আহৰণা মূলক বিবেক নজিত কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। ভূমি নির্ভর জাতি এ অভিশাপ হতে পরিত্রান ও সরকারের নিকট হতে আত্মমর্যাদা পূর্ণ অধিকার ফিরে পেতে চায়।
বক্তারা আরো বলেন, আমরা দিন রাত পরিশ্রম করে সরকারী স্বার্থ মাথায় রেখে মহান জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারী অন্যান্য আদেশ নির্দেশ পালন তথা গুরুদায়িত্ব পালনে সচেষ্ট আছি। জনবলের অভাবে প্রশাসনিক অবকাঠামোগত শূন্যতা অর্থনৈতিক দৈন্যতায় দৈনন্দিন কাজের ভারে আমরা অভিভাবকহীন দিকপ্রান্ত পথিক।
আমাদের নাই আর ডাল ভাতের নিশ্চয়তা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়েছি হেয়। সরকারের কাছে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহারের প্রত্যাশা করি।
দাবী না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।