মুক্ত স্বদেশ ডেস্ক :
করোনা আক্রান্ত রোগীদের জন্য ভাসমান আইসোলেশন ইউনিটের খোলা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বরিশাল নদী বন্দরে নোঙর করা সুরভী ৮ লঞ্চটিতে এই আইসোলেশন ইউনিটের উদ্বোধন করে জেলা প্রশাসন।
জানা গেছে, জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় এবং বরিশাল বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় জরুরী সেবা প্রদানের লক্ষ্যে এই ইউনিটের উদ্বোধন করা হয়।
লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, ০৪টি ফ্যামিলি, দুটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। বরিশাল সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের কাছে লঞ্চটি হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর এসএম রবিন শীল ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।