মুক্ত স্বদেশ ডেস্ক:
মরণঘাতী করোনা সংক্রমণের ঝুঁকিতে এখন পুরো বাংলাদেশ । রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে । যা সবার মাঝে আতংক সৃষ্টি করেছে। সর্বশেষ করোনায় এ পযর্ন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজারের কাছাকাছি এবং মৃত্যু হয়েছে ৭৫ জনের।
এ রোগের বিস্তার ঘটে হাঁচি, কাশি ও পরস্পরের মেলামেশার কারণে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, এর একমাত্র প্রতিষেধক হচ্ছে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা। যেহেতু একে অন্যের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়, সে কারণেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ রোগের সংক্রমণ ঘটেছে।
দেশের এমন দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ালেন উত্তরার ‘আর এক্স মেডিসিন’ নামের একটি ফার্মেসি। ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরে আর এক্স মেডিসিন অবস্থিত। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লোকজনকে যেন জরুরি ওষুধের প্রয়োজনে বাইরে না আসতে হয় সে জন্য প্রয়োজনীয় ওষুধ বাসায় বাসায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে এই ফার্মেসিটি। কেবলমাত্র উত্তরাতে নয়, ঢাকাসহ সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জরুরি ওষুধ ডেলিভারি করছে তারা। বাসায় গিয়ে জরুরি ওষুধ সরবরাহের মাধ্যমে তারা ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে চরম আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে।
নিজ নিজ ঘরে অবস্থান করেও রোগী যেন তার প্রয়োজনীয় ওষুধ নির্বিঘ্নে পেয়ে যায় এটা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আর এক্স মেডিসিন ও তার পুরো টিম। এভাবেই করোনার দুর্যোগকালীন পুরো সময়ে মেডিসিন ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার।
তিনি বলেন, এমন ভয়ঙ্কর দুর্যোগ আমরা আগে কখনোই দেখিনি, এখন মানুষের নানা ধরনের সেবা দরকার, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার।