পর্দা নামলো ১৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-এ স্লোগানে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে সাত দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হয়।
শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমিতে এবারের আসরের সমাপনী অনুষ্ঠান হয়।
এবারের আসরে সাতটি বিভাগে ১২টি পুরস্কার দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আছে বলেই এতো বাধা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে তারা এ ফিল্ম ফেস্টিভ্যালকে সফলভাবে আয়োজন করেছে।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকারও করেন আইসিটি প্রতিমন্ত্রী। এ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের জন্য যেন শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম পাওয়া যায় তার জন্য তথ্যমন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী ও প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।
দেশের বিরুদ্ধে আসা সব ষড়যন্ত্র রুখে দিতে চলচিত্রের মাধ্যমে ক্ষুদে নির্মাতা ও কলাকুশলীরা অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন পলক।
এ সময় সংগঠনটিকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক।
আমরা শিশুদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে নয় হাজার শেখ রাসেল ল্যাব তৈরি করে দিয়েছি। ৩০০টি স্কুল অব ফিউচার তৈরি করব। এসব স্থানে তারা অ্যানিমেশন, ভিএফএক্স, রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। তাদের নির্মিত চলচ্চিত্র আন্তর্জাতিকমানের হলে দেখানোর জন্য আমরা হাইটেক পার্কে একটি মাল্টিপ্লেক্স করছি।