নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামে হাবিবুর রহমান নামের এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দুহুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অর্থদণ্ড দেন বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
ডিলার হাবিবুর রহমান ওই এলাকার আতাউর রহমানের ছেলে।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় সুবিধাভোগী কার্ডধারীদের থেকে অতিরিক্ত টাকা করে আদায় করার অপরাধে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চালের দাম ৩০০ টাকার স্থলে ৩১০ টাকা নেওয়ার অভিযোগ উঠে।
পরে সরেজমিনে এসে অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা।