নানবিধ অনিয়মের অভিযোগে রাজশাহী, সিলেটে দুদকের অভিযান
ঢাকা, ২২ পৌষ (৬ জানুয়ারি) ২০২১ :
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি ও নানবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত এক অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী জেলা কার্যালয় হতে আজ (০৬-০১-২০২১ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম গোদাগাড়ী উপজেলার বড়গাছি ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। উপস্থিত সেবাপ্রত্যাশীরা অভিযান পরিচালনাকারী টিমের নিকট উল্লিখিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক বিভিন্ন অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ জানান। টিম উক্ত দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণদের সকল প্রকার অনিয়ম ও ভোগান্তি ব্যতিরেকে সেবা প্রদানের অনুরোধ জানান।
উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।
সিলেটের ছাতক সিমেন্ট কোম্পানিতে বিরাজমান নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সিলেট জেলা কার্যালয় হতে আজ অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে দুদক টিম বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কতিপয় অসাধু কর্মকর্তা কর্তৃক মূল্যবান যন্ত্রাংশ চুরি এবং সিন্ডিকেটের মাধ্যমে উচ্চমূল্যে নিম্নাংশের যন্ত্রাংশ ক্রয়ের অভিযোগসমূহ খতিয়ে দেখে। বিস্তারিত যাচাইয়ের উদ্দেশ্যে যন্ত্রাংশসমূহের স্টক রেজিস্টার এবং ক্রয় সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত নথিপত্র বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৫ দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (২টি অভিযান, ৫ দপ্তরে পত্র প্রেরণ) করা হয়েছে।