নাছরুল হুদা,পঞ্চগড় ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক কথা বলার অভিযোগে পঞ্চগড় এক জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের পৌর এলাকার মিঠাপুকুর থেকে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের নেতৃত্বে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল এক যুবককে আটক করে।
জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) ফেসবুকে তার একটি মন্তব্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লীরা অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানায়। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে তার বাসা থেকে তাকে আটক করা হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সূদর্শন কুমার রায় সময় সংবাদকে জানান, এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।