তরুণ কর্মকর্তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২১ :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, উন্নয়নের সাথে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সারাবিশ্বে বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে তুলে ধরতে হবে। এজন্য তরুণ কর্মকর্তাদের নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে পররষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ড. মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশিত পথ ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শূন্য থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও বক্তৃতা করেন। ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদানকৃত ২৪ জন কর্মকর্তা মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।