ডেস্ক:
সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণার পর মঙ্গলবার রাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও নিন্ম আয়ের মানুষকে ত্রাণ দিয়েছেন ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ।
ডিসি আরপিন নগর এলাকায় এ ত্রাণ বিতরণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ত্রাণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারীর সমিতির উদ্যোগে এ ত্রাণ দেয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ এবং ১টি করে সাবান।
এছাড়া এ কার্যক্রমে অংশগ্রহণ করেন এডিসি (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, এডিসি (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, জহিরুল আলম, মো. সম্রাট হোসেন, এসএম রেজাউল করিম, মো. রিফাতুল হক, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মো. শাহীনুর রহামন, সহকারী নাজির রেজওয়ানুল হক রাজাসহ বাকাসস, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যরা।