ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ কার্যালয়ে (খিলগাঁও) ট্রেড লাইসেন্স নবায়ন, নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে ঘুষ গ্রহণ, অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে আজ (১৪-১২-২০২০ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদক এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হলে দপ্তরের নিকট অবস্থানরত সেবাগ্রহীতারা দুদক টিমের নিকট নানাবিধ অভিযোগ উপস্থাপন করেন। সরেজমিন অভিযানে টিম অভিযোগসমূহের সত্যতা পায়। উক্ত দপ্তর পরিদর্শনকালে ২ লাইসেন্স এবং বিজ্ঞাপন সুপারভাইজারের নিকট ২ জন বহিরাগতের উপস্থিতি পাওয়া যায়। তাদের অবস্থানের বিষয়ে দুদক টিম সন্দিহান হলে তাদের ১ জনকে তল্লাশি করে প্রায় ১৩ হাজার নগদ টাকা পাওয়া যায়, যার গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি। প্রাপ্ত পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম উল্লিখিত ২ দালালকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নিকট উপস্থাপন করেন। দুদক টিমের পরামর্শক্রমে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানকালে প্রাপ্ত তথ্যাদি এবং ঘটনাবলীর বিশ্লেষণে উক্ত কার্যালয়ে বিদ্যমান অব্যবস্থাপনার বিষয়ে দায়িত্বরত কর্মকর্তাদের দায় নির্ধারণপূর্বক তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়া টেন্ডার ছাড়াই বাঁধ মেরামত করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, খুলনা জেলা কার্যালয় হতে পানি উন্নয়ন বোর্ড, খুলনায় অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।