মুক্ত স্বদেশ ডেস্ক :
বাগেরহাটের চিতলমারীতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির দায়ের বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল খান ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায় স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের বিষয় জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, করোনা দুর্যোগের ক্রান্তিকালে দল ও সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানকে তোয়াক্কা না করে মেসার্স জাহাঙ্গীর আলমের নামে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে জাহাঙ্গীর আলমকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এদিকে টিসিবির পণ্য কালাবাজারে বিক্রিতে জাহাঙ্গীর আলমের সাথে জড়িত থাকার অপরাধে চিতলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। সেই সাথে মিলন মাঝীকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চিতলমারী উপজেলা সদরের আবির স্টোরে অভিযান চালিয়ে টিসিবির ডিলার মেসার্স জাহাঙ্গীর আলমর ৯২ লিটার তেল জব্দ করা হয়। ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম।