মুক্ত স্বদেশ ডেস্ক :
ঢাকাই সিনেমার খ্যাতিমান শিল্প নির্দেশক ও পরিচালক মহিউদ্দীন ফারুক মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন করেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গুণী এই শিল্প নির্দেশকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
শোনা যাচ্ছেন কয়েকদিন থেকে সর্দি কাশিতে ভুগছিলেন ফারুক। করোনার উপসর্গ ছিল তার। তবে করোনায় আক্রান্ত হয়েছিলেন কী না এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব বলেন, গতকাল রাতে একটু সর্দি-কাশি হয়েছে ফারুক ভাইয়ের। এই কারণে আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। মরহুমের আত্মার শান্তি কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন।
মহিউদ্দীন ফারুক চিত্র নির্দেশক ও অভিনেতাও। তিনি বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন।
শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘বিরাজ বৌ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন।