National Security Intelligence (NSI) এর হাতে গতকাল তিনজন ভারতীয় নাগরিক আটক হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয়।
\তাদের বিরুদ্ধে ক্রিকেট জুয়াড়ির অভিযোগ এনে আটক করে NSI। আটককৃতরা হলেন সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।
সেসময় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ চলছিল।