চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২১ :
চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডিসহ আটজনের বিরুদ্ধে আজ মামলা দায়ের করেছে দুদক।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয়ে কথিত ক্ষুদ্রঋণ বিতরণকারী(এনজিও) প্রতিষ্ঠানের অনুকূলে এসওডি ঋণের নামে ৪,০০,০০,০০০.০০(চার কোটি) টাকা প্রদান ও পরে অত্র এনজিও কর্তৃক কোন ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ ডাইভারশানসহ ও স্থানান্তরপূর্বক মানিলন্ডারিং এর মাধ্যমে আত্মসাত করে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯/৪৭৭ ধারা; ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ঘটনার সময় : ২১-১১-২০১৭খ্রি: থেকে ০৬-০৬-২০১৮ খ্রি: পর্যন্ত।
আজ দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৮ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন-(১) মিসেস জেসমিন রশিদ , নির্বাহী পরিচালক, সচেতন সাহায্য সংস্থা, (২) মিসেস হাসনা হেনা ,সভাপতি, সচেতন সাহায্য সংস্থা, (৩) মিসেস নাছরিন আক্তার, , সাধারণ সম্পাদক, সচেতন সাহায্য সংস্থা, (৪) শোয়াইব মাহমুদ তুহিন(৪৯), সাবেক ম্যানেজার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, প্রগতি সরণী শাখা, ঢাকা; বর্তমানে ভিপি এন্ড ম্যানেজার, প্রিমিয়ার ব্যাংক লিঃ, নিকুঞ্জ শাখা, খিলক্ষেত, ঢাকা, (৫) শেখ মোহাম্মদ মুনসুরুল করিম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, প্রগতি সরণী শাখা; বর্তমানে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, গুলশান-১ শাখা, ঢাকা, (৬) মামুন-উর-রশিদ, সাবেক ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়; বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম;; (৭) মোঃ তারিকুল আজম, এডিশনাল এমডি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, ঢাকা, (৮) মোঃ আমিনুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এআরসিডি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, ঢাকা ।