চাঁপাইনবাবগঞ্জ কারা কর্তৃপক্ষের বিরুধে অভিযান দুদকের
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের কারা কর্তৃপক্ষের বিরুধে কয়েদীদের ঘুষের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান, সাক্ষ্যৎ-বাণিজ্য, সিট-বাণিজ্য, খাবার-বাণিজ্য ও জামিন-বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী-এর সহকারী পরিচালক মো: মাহাতাব উদ্দিন-এর নেতৃত্বে আজ (১৭-০২-২০২১ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। দুদক এনফোর্সমেন্ট টিম সরজমিনে পরিদর্শনকালে কারা কর্তৃপক্ষের বিরুধে কয়েদীদের ঘুষের বিনিময়ে চিকিৎসা সেবা প্রদান, করোনার জন্য সাক্ষ্যৎ বন্ধ থাকা শর্তেও অর্থের বিনিময়ে সাক্ষ্যৎ প্রদান, ঘুষের বিনিময়ে সিট বরাদ্দ, ক্যান্টিনের খাবারের নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় ও জামিন বাণিজ্যের অভিযোগের কোন সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি মর্মে দুদক এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে। দুদক টিম প্রকৃত সত্য উদঘাটনের জন্য কারা ক্যান্টিনের খাবারের মূল্য তালিকা সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরসমূহ থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এ ক্ষেত্রে কোন নিয়ম বহির্ভূত কাজ বা দুর্নীতি সংঘটিত হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে এর সাথে কারা কর্তৃপক্ষের কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি অধিকতর যাচাই-বাছাই ও অনুসন্ধানপূর্বক নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর সমূহ হতে সংগ্রহীত রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তি ও কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে ঘুষের বিনিময়ে দপ্তরী পদে নিয়োগ বাণিজ্য, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ মানুষদের নিকট হতে সরকারিভাবে বরাদ্দকৃত ভাতা ও চাল প্রদানে ঘুষ আদায় এবং ইউপি মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতার টাকা প্রদান না করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও সোনারগাঁও, নারায়ণগঞ্জ-কে উক্ত বিষয়সমূহ অবহিত করে পত্র প্রেরণ করে হয়েছে।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে ১ টি অভিযান, ৪ টি দপ্তরে পত্র প্রেরণের মাধ্যমে সারাদেশে আজ সর্বমোট ৫ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন।