গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে শ্রমিকদের ট্রেনিং কারিকুলাম তৈরী করতে ত্রিপক্ষীয় পার্টনারশীপ করলো বিজিএপিএমইএ
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২১:
গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে শ্রমিকদের ট্রেনিং কারিকুলাম তৈরী করতে ০৯-০২-২০২১ তারিখে
আরএমজি এন্ড টেক্সটাইল ইন্ডাষ্ট্রি স্কিলস্ কাউন্সিল (আরটিআইএসসি) এর উত্তরাস্থ অফিসে বিজিএপিএমইএ,
আরটিআইএসসি এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ এর মধ্যে একটি ত্রিপক্ষীয় পার্টনারশীপ এমওইউ স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিআইএসসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাছির।
বিজিএপিএমইএ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন যথাক্রমে এসোসিয়েশনের সভাপতি জনাব মো.
আব্দুল কাদের খান এবং জনাব মুজিবুল হাসান, কান্ট্রি ডিরেক্টর। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
আরটিআইএসসি এর ভাইস-চেয়ারপারসন জনাব এম. শাহাদাত হোসেন, ডিরেক্টর জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
মতি, ডিরেক্টর জনাব হেলাল উদ্দিন আহমেদ, বিজিএপিএমইএ এর পরিচালনা পরিষদের বেশ কয়েকজন সদস্যবৃন্দ,
আরটিআইএসসি এর সিইও জনাব মো. জগলুল হায়দায়, সুইসকন্টাক্ট এর টিম লিডার মিসেস নাদিয়া আফরিন শামস্ সহ
সংশ্লিষ্ট অন্যান্যরা।