ডেস্ক:
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে গত তিন দিন ধরে লগডাউন ভেঙে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করছেন।
বুধবারও গাজীপুরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ তুলে নিতে পুলিশের সহযোগিতারও প্রয়োজন হয়।
এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আর স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দেয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে মহানগরীর তিন সড়ক এলাকার স্টাইলক্রাফট ও ইন্টারম্যাক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন।