খুলনায় তিন দিনব্যাপী পিঠামেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন
খুলনা, ১৩ ফেব্রুয়ারি ২০২১ :
খুলনা প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১ এর উদ্বোধন আজ (শুক্রবার) বিকালে প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেক কেটে এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বাঙ্গালি অতিথি পরায়ণ জাতি। পিঠা উৎসব দেশের সংস্কৃতির অংশ। এমন উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করাতে হবে। এ উৎসবকে ধরে রাখতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। দেশবিরোধী অপশক্তিরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভয় পায়। হাজার বছর ধরে গড়ে ওঠা সংস্কৃতি আমাদের প্রেরণার উৎস।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।