খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৬৭ হাজার ২৫ জন
The Bangladesh Beyond
Published Time
Thursday, April 1, 2021,
খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৬৭ হাজার ২৫ জন
খুলনা, ১ এপ্রিল ২০২১ :
খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট এক লাখ ৬৭ হাজার ২৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ৩৯ এবং মহিলা ৬৭ হাজার নয়শত ৮৬ জন।
আজ খুলনার পাঁচটি উপজেলায় মোট তিনশত ৪৭ জন কারোনা ভ্যাকসিন নিয়েছেন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়ায় ১৯ জন, ডুমুরিয়ায় দুইশত ১০ জন, কয়রায় ৩০ জন, পাইকগাছায় ৮০ জন এবং রূপসায় আট জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ একশত ৮৩ এবং মহিলা একশত ৬৪ জন।