মুক্ত স্বদেশ ডেস্ক:
চীনের উহান থেকে উৎপত্তি করোনা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে । প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২২ লাখ। বৈশ্বিক এই মহামারী বাংলাদেশেও আঘাত হেনেছে। ১৩৭০ জন রোগী নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের র্শীষে রয়েছে ঢাকা বিভাগ।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৭৫ জন। এবং সুস্থ হয়েছেন ৫৮ জন।
দেশের কোথায় কোথায় এবং কতজন করোনায় আক্রান্ত হয়েছেন গতকাল শুক্রবার তার একটি তালিকা দিয়েছে সরকার।
এতে দেখা যায়, শুধু ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৩৭০ জন। এরমধ্যে শুধু রাজধানীতেই ৭৪০ জন, আর রাজধানীর বাইরে ঢাকা জেলায় ৬৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া চট্টগ্রামে ৯২ জন, সিলেটে ৭, রংপুরে ৩৭, খুলনায় ৪, ময়মনসিংহ ৪২, বরিশালে ৩১ ও রাজশাহীতে ৮ জন রয়েছেন।
তালিকা অনুযায়ী ঢাকাসহ দেশের তিন জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় ৭৬৮ জন, নারায়ণগঞ্জ জেলায় ২৮৯ ও গাজীপুর জেলায় ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সারা দেশে মোট আক্রান্তের সংখ্যার (১৮৩৮) শতকরা ৬৩ শতাংশই শুধু এই তিন জেলায়।