করোনাভাইরাসের জন্য পৃথিবীর সব খেলাধুলাই বন্ধ রয়েছে । মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশ সফরে আসছে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। দুই ক্রিকেট বোর্ড পারস্পরিক আলোচনা করেই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান জানান,সিরিজটি স্থগিত হলেও বাতিল হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড পারস্পরিক আলোচনা করেই স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলের কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে।
অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৭ সালে। সেবার সিরিজ ড্র হয়েছিল ১-১ এ। এদিকে করোনাভাইরাসের কারণে জুলাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজও স্থগিত হতে পারে। এছাড়া করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডেও স্থগিত হয়েছে।