উন্নয়ন প্রক্রিয়াকে বুঝতে ভূমিকা রাখছে ড. আতিউরের গবেষণা: ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ১০ ফাল্গুন (২৩ ফব্রেুয়ারি) :
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ ঢাকায় বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে ড. আতিউর রহমানের লেখা ‘ওরে মন হবেই হবে: বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও সমকালীন বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, ড. আতিউর রহমানের কর্ম, চিন্তা এবং নিরলস গবেষণা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে বুঝতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণে অমূল্য ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, ড. আতিউর রহমান সমকালীন আর্থ-সামাজিক বাস্তবতা সম্পর্কে সর্বদা সজাগ থাকেন, আর তাই সঙ্কট উত্তরণের পথনকশা তাঁর লেখনির মাধ্যমে সহজভাবে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের আলোকে দেশে অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রা পরিচালনা করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলামগুলোতে এই সাফল্যের গল্পগুলো এবং আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো সহজ-সরল ভাষায় তুলে ধরতে চেষ্টা করছেন বলে জানান। দেশের স্বার্থে যাঁরা বিভিন্ন সময় প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে এই বইটি নিজের কলেজ জীবনের সহপাঠী শহিদ মুক্তিযোদ্ধা খুরশিদ আলিকে উৎসর্গ করেছেন ড. আতিউর রহমান।
সমাজতাত্ত্বিক ও গবেষক খন্দকার সাখাওয়াত আলী, প্রকাশনা সংস্থা বাংলা প্রকাশের কনসালটেন্ট রহীম শাহ এবং সোনালী ব্যাংকের পরিচালক ও এক্সপার্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।