ইংরেজি শিক্ষার সাথে উন্নয়নের কোন সম্পর্ক নেই:পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০২১:
ইংরেজি শিক্ষার সাথে উন্নয়নের কোন সম্পর্ক নেই মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্বের অনেক দেশের জনগণ ইংরেজি না জানলেও তারা দেশকে উন্নত দেশে পরিণত করেছে।
মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, জাপানের লোকেরা মাতৃভাষায় কথা বলে। ইংরেজি না শিখলেও তারা উন্নত জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
মন্ত্রী আরো বলেন, আমরা যদি পুরোপুরি মাতৃভাষায় ফিরে যাই এবং মাতৃভাষাকে আমরা সামনে রাখি, তাহলে বোধহয় অনুন্নয়নের অনেকগুলো বিষয় আমরা মোকাবিলা করতে পারবো।
পরিকল্পনা কমিশনের সদস্য মামুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক আবুল কাসেম, পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম ও শরীফা খান প্রমুখ৷