অসহায় শীতার্তদের মাঝে খাদ্য, বস্ত্র ও মাস্ক বিতরণ করেছে বিডিএইড
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২১:
অসহায় শীতার্তদের মাঝে খাদ্য, বস্ত্র ও মাস্ক বিতরণ করেছে বিডিএইড।
শীত মোকাবিলায় সারাদেশে প্রত্যেক উপজেলা,জেলা পর্যায়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর ধারাবাহিক কর্মসূচির আলোকে শনিবার কদমতলী থানার বায়তুল কুরআন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ্ বোডিং এ অসহায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র,খাবার ও মাস্ক বিতরণ করা হয় ।
সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান সোহাগ জানান, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। বিডি এইডের উদ্যোগে এর আগে ও করোনাকালীন কঠিন সময়ে আমরা সাধারন মানুষের পাশে দাড়িয়েছি । সংগঠনের এই ধারাবাহিক কর্মসূচী চলবে শীতকালীন পুরো সময় জুড়ে বলে জানান তিনি । অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান খান,অর্থ সম্পাদক দেলোয়ার শাহাজাদা,সদস্য শাফায়াত উল্লাহ্,নূরউদ্দিন, এজাজুল ইসলাম সহ অনেকে।